আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে হাজার হাজার বিক্ষোভকারী যখন প্রধানমন্ত্রী ইয়িংলাক চিনাওয়াতের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে ও বহু লোককে আটক করা হয়েছে।
এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজতন্ত্রের সমর্থক একটি নতুন গোষ্ঠী – পিতাক সিয়াম।
একজন সাবেক সেনা জেনারেল এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন এবং তারা দাবি করছেন থাইল্যান্ডে যে গণতন্ত্র চলছে সেটা ভুয়ো গণতন্ত্র!
প্রধানমন্ত্রী ইয়িংলাক চিনাওয়াত ব্যাপক ভোটে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন গত বছর।
এর আগে তার ভাই থাকসিন চিনাওয়াত সেনাবাহিনী সমর্থিত এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে দণ্ডপ্রাপ্ত ওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান।
এখন বিক্ষোভকারীদের অভিযোগ যে, প্রধানমন্ত্রী ইয়িংলাক চিনাওয়াত তার ভাই মি. থাকসিনের পুতুল হিসেবে কাজ করছেন।
এই সরকারের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছে।[ বিবিসি]