আজ || বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


খুলনায় স্বাগতিক ব্যাটসম্যানদের আত্মহননের মিছিল, চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়

শততম উইকেটের পথে সাকিব।

 

স্পোর্টসঃ খুলনায় আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪র্থ দিন শেষেই টাইগার শিবিরে উঁকি দিচ্ছে ইনিংস পরাজয়ের শঙ্কা। ২৬১ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করতে নামা বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন আগের ইনিংসে ৬ উইকেট তুলে নেওয়া ফিডেল এডওয়ার্ডস। মুখোমুখি হওয়া প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাজিম উদ্দিনকে। আগের ইনিংসে ৪ রানে ফিরে যাওয়া নাজিম এবার রানের খাতাই খুলতে পারেননি। তামিম, শাহরিয়ার যথারীতি টি-টোয়েণ্টি মেজাজে। স্কোরবোর্ডে ৫০ তুলতে তাই লাগলো মাত্র ৮.২ ওভার। কিন্তু টেস্ট ক্রিকেটতো শুধু রানের খেলা নয়। লম্বা সময় ধরে ব্যাট করতে পারাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা যে বাংলাদেশের ব্যাটসম্যানরা জানেন না! স্কোরবোর্ডে ৫০ উঠার আগেই তাই ফিরে গেলেন তামিম। তাঁর আগে যেতে পারতেন শাহরিয়ারও। ব্যাক্তিগত ৮ রানের মাথায় এডওয়ার্ডসের বলে গালিতে ক্যাচ তুলে দিয়েছিলেন স্যামুয়েলসের হাতে। থার্ড আম্পায়ার নো বল দেয়ায় সে যাত্রা বেঁচে যান। কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি। খানিক বাদেই টিনো বেস্টের শর্ট বলে স্লিপে  তাঁর ক্যাচ নেন স্যামি। শর্ট বল যে ডাক করে ছেড়ে দেওয়া যায় তা বোধহয় জানেনইনা শাহরিয়ার। মাঝে প্যাভিলিয়নে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম। আরেকটি লম্বা ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করবেন, এমনটিই যখন সবার প্রত্যাশা তখন মাত্র ২ রান করে ফিরে যান তিনিও। এবারও অফ স্ট্যাম্পের বাইরের বলে বোল্ড। তবে এবার আর বাইরের বল টেনে এনে নয়, বেস্টের ইন্সুইঙ্গার ছেড়ে দিয়ে। সিরিজ জুড়ে ক্যারিবীয় অধিনায়ক স্যামি যখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তখন টাইগার দলপতি মুশফিকও পিছিয়ে থাকবেন কেন! নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই, তবে সেটি ব্যর্থতায়। নাহয় দলের এমন ঘোর বিপদের সময় অবিবেচকের মত এভাবে ডাউন দ্য উইকেটে খেলতে যাবেন কেন? পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মুশফিক যখন ফিরে গেলেন তখন টাইগারদের সম্মিলিত সংগ্রহ মাত্র ৮২।

ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ১৭৯ রান। সাকিবের সঙ্গে উইকেটে যোগ দিলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা নাসির। দুজন মিলে শুরু করলেন ইনিংস মেরামতের কাজ। চা বিরতির পর ম্যাচে ফেরার আভাস পাওয়া যাচ্ছিল দুজনের ব্যাটে। ফিফটি করেছিলেন দুজনই। ৯০ পেরিয়ে সাকিব চলেছেন সেঞ্চুরির পথে। এডওয়ার্ডসকে সাবলীলভাবে খেলছেন দেখে দিনের শেষ ওভারের আগের ওভারে গেইলকে আনলেন স্যামি। তাতেও অসুবিধা হয়নি, বরং ওই ওভারে ২ রান নিয়ে পেরিয়ে গেলেন ৯৬ রানের বাধা। যেখানে আগে থামতে হয়েছে তিন তিন বার। ৯৬ রানে একবার অপরাজিত ছিলেন। অন্য দুইবারের একবার স্ট্যাম্পড ও আরেকবার বোল্ড হয়েছিলেন। বাকি ছিল ক্যাচ আউট। দিনের শেষ বলে ৯৭ রানে পেরমলের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিড অনে সেই ক্যাচ আউটই হলেন বেস্টের হাতে। এর আগে বাংলাদেশকে ধ্বসিয়ে দেওয়ার কাজটা করেছেন এই বেস্টই। চার ওভারের ছোট্ট স্পেলে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

তবে দিনের সেরা বোলার কিন্তু বেস্ট নন, সাকিব। আগের দিন ৩৭ ওভার বল করেও উইকেটের দেখা না পাওয়া সাকিব আজ আর ১৪ ওভার বল করে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে পেরিয়েছেন ১০০ টেস্ট উইকেটের মাইলফলক। তাঁর আঘাতেই আজ ওয়েস্ট ইন্ডিজের লিডটাকে আরও বড় করতে পারেননি ১৫০ রানে অপরাজিত থাকা চন্দরপল। চোট পাওয়া বেস্ট ব্যাট করতে না নামায় ৯ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করেন স্যামি।

তবে দিনশেষে সেঞ্চুরি না পাওয়ার পাশাপাশি দলকে ইনিংস পরাজয়ের সামনে রেখে আউট হয়ে যাওয়ার আক্ষেপটাই নিশ্চয়ই বেশি পোড়াচ্ছে সাকিবকে! কাল শেষ দিনে নাসির, রিয়াদরা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে মাঠে নামাটা নিশ্চিত করতে পারলে সাকিবের হতাশায় কিছুটা প্রলেপ তো পড়তেই পারে।

[বাংলাদেশ টাইমস/ এহসান / খুলনা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!