লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপবের্র খেলায় গ্রুপ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েনের গোলে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা ২-১ ব্যবধানে হারিয়েছে চিলিকে। এ জয়ে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় সবার ওপরে রয়েছে আলেহান্দ্রো সাবেলার দল আর্জেন্টিনা। ইকুয়েডরের চেয়ে তিন ও কলম্বিয়ার চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছে মেসিরা। আর সমান ১২ পয়েন্ট করে সংগ্রহ করেছে উরুগুয়ে, চিলি ও ভেনেজুয়েলা।চিলির ঘরের মাঠে দারুণ খেলেছে আর্জেন্টিনা। ২৮ মিনিটে দলকে এগিয়ে দেন অধিনায়ক মেসি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার হিগুয়েন।