আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


দুদক ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো তদন্ত করছে নাঃ মির্জা ফখরুল

বাংলাদেশ টাইমসঃ  সংসদীয় আসনের সীমানা পুনর্বণ্টন সংক্রান্ত সংলাপের বিষয়ের জন্য নির্বাচন কমিশন যে উদ্যোগ গ্রহণ করেছে সেই সংলাপে বিএনপি যোগ দেবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াই ছিলো অবৈধ।

 

দুদক সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের এক বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপরোক্ত মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৩ কোটি টাকা দুর্নীতি দমন কমিশন ফেরত এনেছে।

এ বক্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত । আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দুদক চরিত্র হননের চেষ্টা করছে। দুদক ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোনো তদন্ত করছে না। তারা বিরোধী দল দমনের অংশ হিসেবে কাজ করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে শরীয়তপুরে ক্ষমতাসীন দলের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি সরকার জঙ্গি দমনে সফল হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে।

[বাংলাদেশ টাইমস/ কোরেশী/ ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!