চট্টগ্রাম কাস্টমস হাউসের ভাবমূর্তি বাড়াতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্বঞ্জ বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি গতকাল বুধবার সকালে ঝটিকা এক সফরে চট্টগ্রাম কাস্টমস হাউস পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের ২৪ দিনের মাথায় এটি ছিলো চট্টগ্রামে তাঁর প্রথম ঝটিকা সফর। এ সময় এনবিআরের সদস্য (শুল্ক ও ভ্যাট) হোসাইন আহমেদ তাঁর সঙ্গে ছিলেন। রাজস্ব প্রশাসনে চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে এনবিআর চেয়ারম্যানের এই আকস্মিক সফর বলে চট্টগ্রাম কাস্টমসের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। কাস্টমস হাউস ছাড়াও তিনি গতকাল বন্দর, আয়কর বিভাগের অফিসও পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল নয়টায় চট্টগ্রাম কাস্টমস হাউসে পৌঁছে বিভিন্ন কক্ষ পরিদর্শন করে তিনি কাস্টমস কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি কাস্টমস হাউসে কর্মরত ক্যাডার এবং নন–ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা বিষয়ে দিক–নির্দেশনা দেন। জাতীয় রাজস্ব বোর্ডে দায়িত্ব নেয়ার আগে একটি ইনটিলিজেন্স রিপোর্টের বরাত দিয়ে তিনি জানান, প্রতিবেদনে রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা না থাকাকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কোন ধরনের ছাড় দেয়া হবে না। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে তিনি কর্মকর্তাদের জানান। সকাল নয়টার পর অফিসে আসলে কোন ধরনের যুক্তি গ্রহণ করা হবে না বলে তিনি সবাইকে হুঁশিয়ার করে দেন।
কাস্টমস হাউসে আগত স্টেকহোল্ডার ও ব্যবসায়ীদের সঙ্গে শোভন আচরণ করার জন্য তিনি কাস্টমস কর্মকর্তাদের আহ্বান জানান। এ সময়ে কাস্টমস হাউসে অটোমেশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ সহ চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে পুরস্কৃত করার অঙ্গীকার করার পাশাপাশি কর্মকর্তাদের সতর্ক করে গোলাম হোসেন বলেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। অভ্যন্তরীণ সম্পদ আদায় বাড়াতে কর্মকর্তাদের মনোযোগ সহকারে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, যেভাবেই হোক চলতি অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি বিদ্যমান তথ্যপ্রযুক্তিরও খোঁজ নেন এনবিআর চেয়ারম্যান। আরও সহজে কীভাবে স্টেকহোল্ডারদের কাছে সরকারের সেবা পৌঁছে দিয়ে রাজস্ব আহরণ বৃদ্ধি করা যায় সে সব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত: গত ২৫ অক্টোবর এনবিআর চেয়ারম্যান পদে যোগদান করেন গোলাম হোসেন। তিনি ড. নাসির উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হন। রাজস্ব প্রশাসনে গতিশীলতা বাড়াতে সম্প্রতি তিনি রাজস্ব বোর্ডের শীর্ষ পদে বড় রদবদল করেন। আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসে রদবদল হওয়ার সম্ভাবনা আছে বলে কাস্টমসের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।