আজ || শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


পাচার করা অর্থ দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন

বাংলাদেশ টাইমস ডেস্কঃ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফেরত আনা হয়েছে, বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

তিনি জানান, সিঙ্গাপুরে পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার এবং নয় লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। বর্তমানে এ অর্থ সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় দুদকের একটি হিসাবে রয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন।

পাচার করা অর্থ দুদকের উদ্যোগে ফেরত আনার ঘটনা এটাই প্রথম বলেও জানান গোলাম রহমান।

চারদলীয় জোট সরকারের আমলে কোকো অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় পাচার করেন বলে একটি বিশেষ আদালত। এ কারণে তাকে সাজাও দেয়া হয়েছে।

[বাংলাদেশ টাইমস/এমএন/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!