বাংলাদেশ টাইমস ডেস্কঃ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফেরত আনা হয়েছে, বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি জানান, সিঙ্গাপুরে পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার এবং নয় লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। বর্তমানে এ অর্থ সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় দুদকের একটি হিসাবে রয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন।
পাচার করা অর্থ দুদকের উদ্যোগে ফেরত আনার ঘটনা এটাই প্রথম বলেও জানান গোলাম রহমান।
চারদলীয় জোট সরকারের আমলে কোকো অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় পাচার করেন বলে একটি বিশেষ আদালত। এ কারণে তাকে সাজাও দেয়া হয়েছে।
[বাংলাদেশ টাইমস/এমএন/ঢাকা]