টাইমস প্রতিবেদকঃকক্সবাজারের মহেশখালী উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে মোহাম্মদ শাহীন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনন্ত ১০ জন।
সোমবার সকাল ৯ টার দিকে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের চেরেংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহীন ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, কিছু কৃষি জমি নিয়ে চাচাদের সাথে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে পাকা ধান কাটতে গেলে চাচা ও চাচাত ভাইরা বাঁধা দেয়। কথাকাটাাকাটির এক পর্যায়ে অতর্কিত চাচা ও চাচাত ভাইয়েরা মোহাম্মদ শাহীনকে ব্যাপক মারধর করতে থাকে।
এতে মোহাম্মদ শাহীন নিহত হন। এ সময় আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যান্যদের মহেশখালী ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ টাইমস প্রতিবেদক ঘটনার সত্যতা জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে যুবক লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
[বাংলাদেশ টাইমস/ হাসান আবুদুল্লাহ/ মহেশখালী]
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩