খুলনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার জুনায়েদ ও পেসার শাহাদাত। একাদশে ফিরেছেন নাজিম উদ্দিন, সেই সাথে স্বপ্নের টেস্ট অভিষেক হতে যাচ্ছে তরুণ পেসার আবুল হোসেনের। চোটের কারণে উইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন পেসার রবি রামপল। তাঁর জায়গায় একাদশে ঢুকেছেন ফিডেল এডওয়ার্ডস। এই ম্যাচ দিয়ে দেশের সপ্তম ও সব মিলিয়ে ১০৭তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের।