আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


বিয়ে করলেন সাইফ-কারিনা

দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ে করলেন বলিউড অভিনয়শিল্পী সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ে নিবন্ধনের মধ্যদিয়ে এ বিষয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন জনপ্রিয় দু অভিনয়শিল্পী। গতকাল মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফের বাসায় এ দম্পতির বিয়ে নিবন্ধন করা হয়। সাইফ আলী খান প্রয়াত ভারতীয় ক্রিকেটার নবাব মনসুর আলী খান পতৌদি ও বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একমাত্র ছেলে।


অন্যদিকে ভারতীয় সিনেমার কিংবদন্তী ব্যক্তিত্ব রাজ কাপুরের নাতনি কারিনা। এছাড়াও তার বাবা-মা রনধির কাপুর ও ববিতা, দুজনই একসময় সিনেমায় কাজ করতেন। এর আগে এ দম্পতির বিয়ে নিবন্ধনকারী সুরেখা রামেশ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে গত সোমবার বলেছিলেন, ‘তাদের বিয়ে নিবন্ধন হবে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১:৩০ থেকে ১২:০০ (ভারতীয় সময়) মধ্যে। বান্দ্রার ফরচুন হাইটস-এ।’ সুরেখা আরো বলেছিলেন, ‘১২ সেপ্টেম্বর তাদের আবেদন জমা পড়ে, সেখানে তারা নিজেদের বাসায় কাজটি (নিবন্ধন) সারতে চান বলে উল্লেখ করেন। এজন্য অবশ্য তাদেরকে অতিরিক্ত ১ হাজার রূপি প্রদান করতে হবে।’
জানা গেছে, আগামী রোববার ও সোমবারে বিয়ে পরবর্তী সংবর্ধনার আয়োজন করেছে নববিবাহিত জুটি। কারিনার প্রথম হলেও সাইফ আলী খানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। ওই দাম্পত্যজীবনে সাইফের দু’টি সন্তানও রয়েছে। সাইফ এ পর্যন্ত ৪০টি সিনেমায় অভিনয় করেছেন। উইলিয়াম শেক্সপিয়রের ‘ওথেলো’র বলিউড সংস্করণ ‘ওমকারা’য় অভিনয় করে প্রশংসাও অর্জন করেছেন তিনি।
অন্যদিকে প্রায় ৫০টির মতো সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী কারিনা। বিভিন্ন সময় সিনেমাবোদ্ধাদের প্রশংসা ছাড়াও তিনি সেরা অভিনেত্রী হিসেবে জয় করেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!