চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি অসুস্থ আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে গেলেন মেয়র আলহাজ্ব এম মনজুর আলম।মঙ্গলবার বিকেলে তিনি নগরীর একটি ক্লিনিকে তাকে দেখতে যান।
তিনি অসুস্থ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় রাজনীতিবিদ বেলায়েত হোসেন, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, জহর লাল হাজারী,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার ও কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ সংশ্লিষ্ট চিকিৎসকগন উপস্থিত ছিলেন।