টাইমস ডেস্কঃ ডায়াবেটিস বিষয়ে জনসাধারণ যত সচেতন হবে, জাতির ভিত ততই মজবুত হবে। কারণ ডায়াবেটিস এমন একটি রোগ যা নিয়মের অধীনে থাকলে স্বাস্থের জন্য তেমন কোনো হুমকি হয় না, পক্ষান্তরে এই রোগ সম্পর্কে অবহেলা বা অজ্ঞতা থাকলে ঘুনে পোকার মতো নীরবে এই রোগ একটি তরতাজা প্রাণকে নিঃশেষ করে দেয়। এই প্রক্রিয়ায় জাতির অনেক প্রতিভা অকালে ঝরে পড়ে জাতিকে দুর্বল করে দেয়।
এ কথাগুলো বলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
চেয়ারম্যান বুধবার বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন।
রাঙামাটি ডায়বেটিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, সমাজের জন্য ক্ষতিকর যে কোনো বিষয় মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করা জরুরি। ডায়াবেটিস মোকাবেলায় আমাদের যেমন ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে, তেমনি নিয়ম পালনের জন্য কাঙিক্ষত পরিবেশ গড়ে তুলতে হবে।
এ প্রসঙ্গে রাঙামাটি শহরের ফুটপাতসমূহ বেদখল হয়ে থাকায় পথচারীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে পৌরকর্তৃপক্ষসহ সকল প্রশাসনকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। একই কারণে শহরের বসবাসরত বিভিন্ন সমপ্রদায়ের মধ্যে সমপ্রীতির বন্ধন দৃঢ় করার গুরুত্বারোপ করে ডায়াবেটিস রোগীর মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে।
তিনি বলেন, একটি সুন্দর শহর এবং সুস্থ জাতি গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা ডায়বেটিক সমিতি আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভূট্টো), ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কানি- দে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল ও সমাজ কর্মী মুজিবুল হক মুজিব।
দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা ছাড়াও ডায়বেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে দরিদ্র রোগীদের রক্ত পরীক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সভার শুরুতে ডায়বেটিক সমিতির মেডিকেল অফিসার ডাঃ রুবা চাকমা এই রোগের বিষয়ে জরুরি তথ্যাবলী উপস্থাপন করে বলেন, আধুনিক গবেষণালব্ধ শুদ্ধ বক্তব্য হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষদের সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। কারো ডায়াবেটিস হলেও তিনি যদি সচেতনভাবে তিনটি নিয়ম পালন করে চলেন, আর দশজন সাধারণ মানুষের মতই তিনিও সকল কাজ স্বাভাবিকভাবেই করতে পারবেন, পাশপাশি নিয়ম পালনকারী ডায়াবেটিস রোগীর মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে ।