আগামী ২৭ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে। আজ আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ অক্টোবর ঈদ উদযাপিত হবে। এদিকে এবার সৌদি আরবে ঈদুল আজহা ২৬ অক্টোবর শুক্রবার হবে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।
গতকাল সন্ধ্যায় বৈঠক চলাকালীন পর্যন্ত বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দেখা যায়নি। পরে কমিটি ২৭ অক্টোবর ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল। ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসির উদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনসহ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে বলে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী ১০ জিলহজ অর্থাৎ ২৭ অক্টোবর দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা হবে। সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ২৬ অক্টোবর শুক্রবার। সৌদি হাজিরা আগামীকাল বৃহস্পতিবার আরাফাতের ময়দানে অবস্থান করবেন।