আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্যুতে ক্ষমা চাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিচ্ছেন না- এমন কথা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। হিনা বলেছেন, শারীরিক অসুস্থতায় ভ্রমণে অক্ষমতার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সম্মেলনে যোগ দিতে পারছেন না। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
হিনা রাব্বানি বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়নি। আর এ ইস্যুতে ইসলামাবাদে বৃহস্পতিবার শুরু হওয়া ডি-৮ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগ না দেয়ার খবরটিও সত্য নয়।
তিনি বলেছেন, চোখের সমস্যার কারণে চিকিৎসকগণ শেখ হাসিনাকে কিছুদিন বিমানে ভ্রমন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এ কারণেই মূলত তিনি ডি-৮ সম্মেলনে যোগ দিতে পারছেন না।
গত ৯ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নশীল দেশগুলোর সমন্বয়ে গঠিত ডি-৮ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।
ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি হিনা রাব্বানিকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমা চাওয়া দাবি জানান। জবাবে হিনা অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়ার মধ্যদিয়ে এক দিনের বাংলাদেশ সফর শেষ করেন। বাংলাদেশ তাইমস/টিএম/এড।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা বলেন, সফরকালে বাংলাদেশী নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তবে মুক্তিযুদ্ধ প্রশ্নে পাকিস্তানকে কোনো বাংলাদেশীর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার প্রস্তাবের খবরটি ‘পুরোপুরি মিথ্যা’। পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ক্ষমা চাওয়া সংক্রান্ত প্রতিবেদনকেও তিনি প্রত্যাখ্যান করেছেন।
ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সভাপতিত্বে বৃহস্পতিবার ডি-৮ সম্মেলন শুরু হবে। আগামী দুই বছর পাকিস্তান ডি-৮’র চেয়ারম্যানের দায়িত্ব পাবেন বলে জানা গেছে।