গাজায় ইসরাইল আরো কয়েকটি বিমান হামলা চালায়, এতে দুজন ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে বুধবার থেকে চালানো ইসরাইলি আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। এর পর গাজা থেকে চালানো রকেট হামলায় দক্ষিণ ইসরাইলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে তিনজন ইসরাইলি নিহত হন। ইসরাইলের যোগাযোগ মন্ত্রী বিবিসিকে বলেছেন, গাজা থেকে রকেট হামলা বন্ধ না হলে তাদের সামরিক বাহিনী হামাসের নেতা ইসমাইল হানিয়ের ওপরও আক্রমণ চালাবে। ইসরায়েল কাৎজ নামের এই মন্ত্রী বলেন, হামাসের কোন নেতার ক্ষেত্রেই তারা ছাড় দেবেন না। [বিবিসি ]