অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীরা প্রতিবছর কর্মক্ষেত্রে গড়ে দুই বা তিনদিন বেশি অনুপস্থিত থাকে। আর এ গরহাজিরার কারণে গত বছর যুক্তরাজ্যে ক্ষতি হয়েছে ১৪০ কোটি পাউন্ড। ১৯৬০ েেক ২০১১ সাল পর্যন্ত ২৯টি ভিন্ন ভিন্ন গবেষণা পর্যালোচনা করে এ ত্য দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জাপানের ৭১ হাজারের বেশি বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর এ সমস্ত গবেষণা পরিচালনা করা হয়। যুক্তরাজ্যের ‘অ্যাডিকশন’ নামক সাময়িকী গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে। গবেষণার আওতাধীন কর্মীদের বর্তমান ও পূর্ববর্তী ধূমপানের অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করেন গবেষকরা। এরপর দুই বছরে গড়ে তারা কতদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিল তা খুঁজে বের করতে তাদের প্রতিষ্ঠানের নথি খতিয়ে দেখেন তারা। যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক জো লিওনার্দি-বি গবেষণাটি পরিচালনা করেছেন। তিনি ও তার সহকর্মীরা জনিয়েছেন, ধূমপানজনিত স্বাস্থ্যসমস্যার কারণে কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণেই যুক্তরাজ্যে এক বছরে ১৪০ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে। এর সঙ্গে ধূমপানের কারণে বিরতির জন্য কাজের ক্ষতি, পরিবেশের ক্ষতি, সিগারেটের দামের কারণে আর্থিক ক্ষতির মতো বিষয়গুলোতো আছেই। এ গবেষণায় ধূমপায়ীদের অল্পদিন কর্মক্ষেত্রে অনুপস্থিতির পাশাপাশি ৪ সপ্তাহ বা তার বেশি সময়ের অনুপস্থিতিও বিবেচনায় নেয়া হয়েছে। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের কর্মক্ষেত্রে গরহাজিরার সম্ভাবনা ৩৩ শতাংশ বেশি বলে জানিয়েছেন গবেষক জো লিওনার্দি-বি ও তার সহকর্মীরা। গবেষণায় গবেষকরা এও বলেছেন, যে সমস্ত শিশু ধুমপায়ীদের সঙ্গে বাস করে তাদেরও পরোক্ষ ধূমপানজনিত স্বাস্থ্যসমস্যার কারণে স্কুলে অনুপস্থিত থাকার আশঙ্কা বেশি। আর একই কারণে ধূমপায়ীদেরও কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার প্রবণতা বেশি। ধূমপান ছেড়ে দিলে এ প্রবণতা কমবে আর কর্মীদের সিগারেটের জন্য ব্যয়ও কমবে বলেই জানিয়েছেন গবেষকরা।