আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


উপজেলা পর্যায়ে গণগ্রন্থাগার স্থাপনের কাজ চলছে: প্রধানমন্ত্রী

উপজেলা পর্যায়ে গণগ্রন্থাগার স্থাপনের কাজ চলছে: প্রধানমন্ত্রী

বাংলাটাইমস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ‘আমরা সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশনের মাধ্যমে জাতীয় গ্রন্থাগার আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। এতে গবেষণা সহজ হবে এবং পেশাদারিত্বের মানোন্নয়ন ঘটবে।’তিনি বলেন, সরকার দেশে শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রন্থাগার পেশাজীবীদের দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শেখ হাসিনা জ্ঞানচর্চার কেন্দ্রে হিসাবে দেশব্যাপী গ্রন্থাগারের সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখার জন্য সমাজের সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনাদের অর্জিত অর্থের একটি অংশ এলক্ষ্যে বিনিয়োগ করে বাংলাদেশকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করার সরকারি উদ্যোগে সহযোগিতা করুন।’
তিনি বলেন, গ্রন্থাগারগুলো ডিজিটাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে জ্ঞানপিপাসুরা আরো সহজে তাদের পাঠচাহিদা মেটাতে পারবেন। এছাড়া গ্রন্থাগারের অবকাঠামোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি সরকারি গণগ্রন্থাগারগুলোর নিজস্ব ভবন এবং ৪৫টি জেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত গণগ্রন্থাগার স্থাপনের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আধুনিকায়ন করা হচ্ছে। এখানে পাঠকরা অনলাইন সার্ভিসের সুবিধা পাবেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যসেবা প্রদানে ব্লাইন্ড সেন্টার খোলা হয়েছে। একটি ডিজিটাল ডিপোজিটোরি তৈরির কাজও এগিয়ে চলছে। এসঙ্গে দেশের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ হাজার সহকারী লাইব্রিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, ‘‘আমাদের লোকসাহিত্যের অনেক মূল্যবান উপাদান ছড়িয়ে-ছিটিয়ে আছে। এগুলোর রক্ষণাবেক্ষণে আপনাদের এগিয়ে আসতে হবে।’’  পাঠাগারকে কেন্দ্র করে সৌহার্দ্য-সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, ‘‘তাই আমাদের ’৯৬ সরকারের সময় পাড়া-মহল্লায় সহস্রাধিক পাঠাগার গড়ে তুলেছিলাম। পরবর্তীতে বিএনপি-জামাত জোটের অবহেলার কারণে এর অর্ধেকও সচল থাকেনি।’’
বিগত আওয়ামী লীগ সরকার গ্রন্থাগার নীতি প্রণয়ন করেছিল উল্লেখ করে তিনি বলেন, জোট সরকারের সময় এটি বাস্তবায়িত হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা এবার গ্রন্থাগার নীতি যুগোপযোগী করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এছাড়াও আমরা সারাদেশে দু’হাজার মসজিদ ভিত্তিক পাঠাগার গড়ে তুলেছি। পাঁচ হাজার মসজিদ পাঠাগারে নতুন বই দিয়েছি।’’

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!