বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৬০ দিন অবরুদ্ধ থাকার পর দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আদালতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা য়ায়, বৃহস্পতিবার সকাল ১০টায় রিজভীর আদালতে যাওয়ার কথা রয়েছে।
গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের দেশব্যাপী রাজপথ অবরোধের দিন সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন রিজভী। পরদিন দলীয় কর্মসূচি থাকার কারণে ওই রাতে আর বাসায় ফিরেননি। তারপর থেকে তিনি গ্রেপ্তার আশঙ্কায় সেখানেই অবরুদ্ধ হয়ে আছেন।
৫ ফেব্রুয়ারি বিকেলে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচির দিন এবং এর আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়। এরমধ্যে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িতে আগুন দেয়ার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে আসামি করা হয়।
১৯৯০ সালের ২২ ডিসেম্বর এরশাদবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী আহমেদ।