ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বুধবার মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। মানববন্ধন চলাকালে আধঘণ্টা খুলানা-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আধঘণ্টার মানববন্ধন হয়। শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক এবং অর্ধশত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এরপর বেলা সাড়ে ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আবার মানববন্ধন ও সমাবেশ করেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক তোজাম্মেল হোসেন, অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক আলীনুর রহমান প্রমুখ। বক্তারা বিশা¦বিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও বাণিজ্য হয়েছে দাবি করে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতির অবসান ঘটিয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩