বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওয়াশিংটন টাইমসে লেখা নিবন্ধ সম্পর্কে প্রধানমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া অন্য কোনো দেশকে ডেকে এনে বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চাইছেন।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দেশের সার্বিক অবস্থা নিয়ে এরকম নিবন্ধ লিখতেই পারেন, এতে দোষের কিছু নেই।’
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বারডেম হাসপাতালে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
[ বাংলাদেশটাইমস.নেট/ডেস্ক রিপোর্ট]