৮৭ টি সংসদীয় আসনের সীমানা পুর্নবিন্যাস করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বুধবার সীমানা নির্ধারণের খসড়াও প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, ৩০০ আসনের সীমানা পুননির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে ১০ মার্চের মধ্যে দাবি-আপত্তি জানাতে হবে।