চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোমবার ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতকে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় জীব বিজ্ঞান অনুষদ (ইউনিট- এইচ) এবং বেলা আড়াইটায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের (ইউনিট-জি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘এইচ’ ইউনিটে এবার আবেদন করেছিল ১৮ হাজার তিনশ ৬৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ২৯২ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৮২ শতাংশ।
‘জি’ ইউনিটে আবেদন করে তিন হাজার ৬৩৯ জন। ভর্তি পরীক্ষায় অংশ নেয় দুই হাজার ৯৪৬ জন। উপস্থিতির হার ছিল ৮০ শতাংশ।
‘এইচ’ ইউনিটের পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করায় তাকে পরীক্ষার হল বহিষ্কার করা হয়।
চবি প্রক্টর সিরাজদ্দোল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই পরীক্ষার্থী মানসিকভাবে অসুস্থ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।