আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী যুদ্ধাপারীদের বিচারের দাবিতে শাহবাগে চলা আন্দোলনে এসে তোপের মুখে পড়েছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি শাহবাগ আসলে মিডিয়া কর্মীরা তাকে ঘিরে ধরেন। আন্দোলন রত তরুন প্রজন্ম এ সময় পেছন থেকে সাজেদা চৌধুরীকে দেখতে না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। তারা একের পরে এক ফাঁসি চেয়ে শ্লোগান দিতে থাকে।সৈয়দা সাজেদা কয়েক বার বক্তিতা দিতে গিয়ে থেমে যেতে হয়।
বাংলাদেশটাইমস.নেট জানতে চাইলে আন্দোলন রত এক ব্লগার জানান, ‘এখন বক্তিতা শোনার সময় না, আমরা রায় চাই। আমরা ফাঁসি চাই।’
এ সময় তিনি কয়েকবার করে বলেন, ‘আমি সাজেদা চৌধুরী, সংসদ থেকে আপনাদের কাছে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে
পাঠিয়েছেন। আমি আপনাদের কথা শুনতে এসেছি।’