জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বুধবার অনুষ্ঠেয় ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের গণিত, উচ্চাঙ্গ সংগীত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান-চতুর্থপত্রের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত করা এসব পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। -সংবাদ বিজ্ঞপ্তি