সোমবার খাইবার-পাখতুনখা প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।বিনোদনপার্কটি নির্মাণ করতে প্রায় ৫ কোটি ডলার খরচ হতে পারে বলে জানিয়েছেকর্তৃপক্ষ।তবে লাদেনের মৃত্যুর দুর্নাম ঘুচাতে নয় বরং নিয়মিত উন্নয়নের অংশ হিসেবেইপার্ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়।বিনোদন কেন্দ্রটিতেচিড়িয়াখানাসহ সব ধরনের বিনোদনমূলক রাইডস থাকবে।
উল্লেখ্য, ২০১১ সালে অ্যাবোটাবাদ শহরে মার্কিন নেভি সীলে বিশেষ অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন মারা যায়।