ভারতের রাজধানী দিল্লিতে এক তরুণীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার যে ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছিল, সেই মামলার প্রথম সাক্ষী মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ঘটনার রাতে নিহত তরুণীর সঙ্গী ২৮ বছর বয়সী এক যুবক সাকেট জেলা আদালতে সাক্ষ্য দিতে হাজির হন।
সেদিনের ঐ ঘটনায় তিনিও আহত হয়েছিলেন। তাকে আজ একটি হুইলচেয়ারে করে আদালতে আনা হয়।
এই বিশেষ আদালতেই মামলার পাঁচ অভিযুক্তের বিচার চলছে।
এই মামলায় যে প্রায় আশি জনকে সাক্ষী করা হয়েছে, তাতে নিহত তরুণীর এই পুরুষ বন্ধুকেই প্রথম সাক্ষ্য দিতে ডাকা হলো।
আদালতে তিনি কি সাক্ষ্য দিয়েছেন, সে সম্পর্কে কিছুই জানা যায়নি, কারণ আদালত কক্ষে এই মামলার যে কোন কার্যক্রমের খবর পরিবেশনের ওপর বিধিনিষেধ আছে। এমনকি আইজীবিদের ওপরও বিচারকের নির্দেশ আছে, যাতে তারা বাইরে কথা না বলেন।
তবে এই সাক্ষীর বাবাকে উদ্ধৃত করে ফরাসী বার্তা সংস্থা এএফপি বলছে, তিনি বলেছেন, এই ঘটনায় যারা দোষী, তাদের যেন যথাযোগ্য সাজা হয়, সেজন্যে তাঁর ছেলে, যা করা দরকার, তার সবই করতে রাজী।
সবচেয়ে বেশি ধর্ষণ দুরগে
এদিকে মঙ্গলবার প্রকাশ করা এক সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা দিল্লিতে নয়, এই অপরাধ সবচেয়ে বেশি ঘটছে ছত্তিশগড় রাজ্যের দুরগ-ভিলাই অঞ্চলে।
এর আগে পর্যন্ত দিল্লিতেই সবচেয়ে বেশি ধর্ষণ হয় বলে মনে করা হতো।
কিন্তু অপরাধ সংক্রান্ত সরকারী পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দিল্লিতে যেখানে প্রতি এক লক্ষ জনসংখ্যায় ধর্ষণের ঘটনা যেখানে দুই দশমিক আট, সেখানে দুরগ-ভিলাইতে এটি প্রতি এক লাখে পাঁচ দশমিক সাত। অর্থাৎ দিল্লির তুলনায় দুরগ-ভিলাইতে ধর্ষণের ঘটনা প্রায় দ্বিগুণ।
সূত্রঃ বিবিসি