সাবেক মিস ইন্ডিয়া এবং সাবেক মিস ওয়ার্ল্ড থেকে নিজেকে বলিউডের শীর্ষ নায়িকায় পরিণত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সুতরাং বিয়ের বাজারে তার চাহিদা আকাশচুম্বি হওয়ারই কথা।
কিন্তু পিগি চপসের আন্টি নাকি চাইছেন প্রিয়াঙ্কা বিয়ে করুক এক টেলিভিশন স্টারকে।
তবে এ বিষয়ে প্রিয়াঙ্কার কী মতামত সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছে জংলি বিল্লির ভক্তরা। তাদের সবার অপার কৌতুহল কে সেই ভাগ্যবান? ভারতীয় একটি বিনোদন চ্যানেল দাবি করেছে প্রিয়াঙ্কার সেই ভাবি বরটি হলেন জনপ্রিয় একটি টিভি সিরিয়ালে দেবতা শিব চরিত্রে অভিনয় করা মোহিত রানে।
বলা হচ্ছে যে চলতি বছরই নাকি প্রিয়াঙ্কা তার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন।