কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মিরপুর-১ চাইনিজ হোটেলের সামনে ৬টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকেরা। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবির একটা ঝটিকা মিছিল বের করে। তারা মিরপুর-১ চাইনিজ হোটেলের সামনে এসে হঠাৎ গাড়ি ভাঙচুর করে। এসময় ওই এলাকায় অতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, মিরপুর-শেওড়াপাড়া ওভার ব্রিজের নিচে টায়ারে আগুন, যাত্রীবাহী বাস ও পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে পিকেটাররা। এ ঘটনায় পল্লবী থানা পুলিশ ২ শিবির কর্মীকে আটক করেছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকার মুক্তি ফিলিং স্টেশনের সামনে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে হরতাল সমর্থকরা। সকাল সাড়ে সাতটার দিকে তারা বিআরটিসির একটি দোতলা বাসসহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছালে সরে পড়ে হরতাল সমর্থকরা। অপরদিকে ভাঙচুর চলার সময় একটি গাড়ি অপর একটি গাড়িকে ওভারটেক করে পালিয়ে যাওয়ার সময় মাঝখানে পড়ে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনার পর পাশের মুঘল নগর এলাকা থেকে আমিন নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় র্যাব।