খবরে বলা হয় লেইচেষ্টার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা গত বছর একটি গাড়ি পার্কের নীচে খুঁজে পাওয়া নরকন্কালটি রাজা ৩য় রিচার্ড এর বলে নিশ্চিত করেছেন।
তারা বলেছেন ওই কন্কালটির ডিএনএ রাজ পরিবারের বংশধরদের সাথে মিলে গেছে।
৩য় রিচার্ডের মাথার খুলির উপর ভিত্তি করে একটি মুখমন্ডলের অবয়ব তৈরী করেছেন যাতে করে বুঝা যায় এই ইংরেজ রাজা দেখতে কেমন ছিলেন।
উল্লেখ্য, সিংহাসনে আরোহনের মাত্র দুই বৎসরের মধ্যে ভাবী উত্তরাধিকার ৮ম হেনরির সৈন্যদের সাথে বোসওয়ার্থের যুদ্ধে ১৪৮৫ সালে মাত্র ৩২ বছর বয়সে নিহত হন।