মানবতাবিরোধী অপরাধের শাস্তি বিধানে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর ঘোষিত রায় বাতিলের দাবি, গ্রেফতার জামায়াত-শিবির নেতাদের মুক্তি দাবিতে ডাকা হরতালে প্রকাশ্য মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এসময় পিকেটাররা ৫ টি গাড়ি ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশটাইমস.নেট’কে জানায়।
বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত নগরীর ২১টি পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল পিকেটিং করেছে জামায়াত শিবির।
প্রত্যক্ষদর্শীরা ব্যাংকার আব্দুল্লাহ মুবিন জানিয়েছেন, খুব সকালে পুলিশ সতর্ক হবার আগে রিকাবীবজার ও মাদিনা মার্কেট এলাকায় মিছিল ও টায়ার পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে জামায়াত-শিবির কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশটাইমস.নেট