গতকাল চট্টগ্রামে ৫ জন নিহতের ঘটনায় চট্টগ্রাম যেন মৃত নগরী। খুব ভোর থেকে মানুষের কর্ম ব্যস্ততা শুরু হলেও আজ মানুষ ভাঙচুর শিবির ছাত্রলীগ হামলা, পুলিশের হামলার ভয়ে রাস্তায় আসতে চাইছে না।
মঙ্গলবার জামায়াতের হরতালে পুলিশের গুলিতে এক শিবির কর্মী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ আতংকে বাস পাড়া খ্যাত অলংকার মোড় লোক শূন্য।
গতরাতে আগ্রাবাদ এলাকায় শিবির পুলিশ ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহতের ঘটনার আজ হরতালে পিনপতন নীরবতা। ব্যাংক পাড়া খ্যাত এই এলাকায় ভাঙচুর আতংকে কোন দোকানপাট খোলেনি। সিঙ্গাপুর ব্যাংকক, আকতারুজ্জমান মার্কেট গতকালের মত বন্ধ আছে।
চকবাজার থেকে আমাদের প্রতিনিধি জানায়,এখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
মুরাদপুর, বহদ্দারহাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশটাইমস.নেট