শ্রীলংকা সৌদি আরবে গৃহপরিচারিকা পাঠানো স্থগিত করেছে। সূত্র-এনডিটিভি
খবরে বলা হয় লংকার এক যুবতি গৃহপরিচারিকাকে সে দেশে শিরচ্ছেদ করার পর কলম্বো এই সিদ্ধান্ত গ্রহণ করে।
সরকারি সূত্রে বলা হয় সৌদি কর্তৃপক্ষ গৃহপরিচারিকাদের বীমার আওতায় না আনা পয্যন্ত সে দেশে কোন পরিচারিকা না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে প্রায় ৫ লাখ শ্রীলংকান কর্মরত রয়েছে যাদের মধ্যে বেশীর ভাগ মহিলা গৃহপরিচারিকা।
দ্য সানডে লীডার এর প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে শ্রীলংকা ফরেন এমপ্লয়মেন্টের চেয়ারম্যান অমল সেনেলানকাধিকারা বলেন সৌদি আরবে শ্রীলংকার গৃহপরিচারিকা পাঠানো হবেনা।
এএলএফইএ’র চেয়ারম্যান আপনসো বলেছেন তিনি এই ব্যাপার নিয়ে শ্রীলংকার সংশ্লিষ্ঠ মন্ত্রীর সাথে আলাপ করবেন।