এখন থেকে প্যারিসের নারীরা এবার তাদের ইচ্ছে মতো ট্রাউজার পরে রাস্তায় বের হবার সুযোগ পাবেন। ফ্রান্সের সরকার প্রায় ২০০ বছরের বেশি সময়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর গত সোমবার থেকে তারা এ সুযোগ পেলেন। টেলিগ্রাফ জানিয়েছে গত ৩১ জানুয়ারি ফরাসি নারী অধিকার বিষয়ক মন্ত্রী নাজাত ভ্যালাড-কেলকাসেম ফরাসি রাজধানীতে ট্রাউজার পরার অপরাধে নারীদের আটক করার রাস্তা বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। পুরনো আইনে প্যারিসে একজন নারীকে পুরুষের মতো ট্রাউজার পরতে হলে পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নিতে হতো। নতুবা তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়া হতো। ১৮৯২ এবং ১৯০৯ সালে এ আইনে সংশোধন এনে নারীদের ট্রাউজার পরার অনুমতি দেয়া হয়েছিল। তবে এটা শুধু বাইকেল বা ঘোড়ায় আরোহন করার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এ আইন সংশোধনের ব্যাপারে দাবি তোলা সত্ত্বেও একে অগ্রিিাধকার না দিয়ে বহাল ছিল। গত জুলাই মাসে পালামেন্টের একজন সিনিয়র সদস্য এ আইন ফ্রান্সের বর্তমান অবস্থার সঙ্গে অসঙ্গতি পূর্ণ বলে উল্লেখ করে সংশোধনের দাবি তোলার পর নারী অধিকারমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেন।