আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


তিন জামায়াত শিবির কর্মীকে গণধোলাই

undefined

হরতালে গাড়ি ভাংচুর করার অভিযোগে তিন জামায়াত শিবির কর্মীকে গণধোলাই দিয়েছে জনতা। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ২জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে হরতাল চলাকালে শহরের কুয়াইশ নতুন রাস্তার মাথা ও আন্দরকিল্লায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আটটায় অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের (নতুন রাস্তা) কুয়াইশ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে ৪/৫জন যুবক ৪টি গাড়ি ভাংচুর করেছে। এ সময় স্থানীয় জনতা ভাংচুরকারীদের ধাওয়া করে ২জনকে আটক করে গণধোলাই দেয়। এদের মধ্যে আহসান উল্লাহ(২৫) পিতা আবদুল মান্নান, বাশঁখালি, চট্টগ্রামকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

হাটহাজারি থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রাশেদুল হক জানান, আটক অপর যুবক হলো কুতুব দিয়া উপজেলার উত্তর ধুরং বাদশা মেম্বারের বাড়ির জনৈক মোহাম্মদ আবদুলের পুত্র মোহাম্মদ সারোয়ার (৩০)। এরা দুজনেই শিবির কর্মী।

এদিকে সকাল ১০টায় আন্দরকিল্লা মোড়ে পিকেটিং করার সময় জামায়াত কর্মী মফিজুর রহমান(৬০)কে স্থানীয় জনতা গণধোলাই দেয়। পরে পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই সুপ্তা দত্ত ক জানান, আন্দরকিল্লায় গণপিটুনিতে একজন আহত হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাড়িঁর কনষ্টেবল মোহাম্মদ ইউসুফ

গুরুতর অবস্থায় মফিজুর রহমানকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!