গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে জামায়াত ইসলামীর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সময় বিভিন্ন স্থানে ছোট-বড় কমপক্ষে ১২টি যানবাহন ভাঙচুর করে। এছাড়াও বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টিসহ বেশ কিছু যানবাহনে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে।
হরতালের শুরুতেই মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় জামায়াত শিবিরকর্মীরা। এসময় হরতাল সমর্থকরা সড়ক অবরোধেরও চেষ্টা চালায়। তবে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।
সকাল ৭টায় চট্টেশ্বরী রোডে শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা তিনটি ট্রাক ও একটি টেম্পু ভাঙচুর করে। তবে পুলিশ আসার আগেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রিয়াজউদ্দিন বাজার তিন পুলের মাথা এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। একই সময় নগরীর প্রবর্তক মোড়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরকর্মীরা।
সকাল ৮টার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকায় জামায়াতের সাবেক সংসদ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। এসময় সেখানে একটি টেম্পু ভাঙচুর করে পিকেটাররা। তবে পুলিশ আসলে সেখান থেকে পালিয়ে যায় হরতাল সমর্থকরা।
এদিকে সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শেরশাহ কলোনীতে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির কর্মীরা।
হরতালে নগরীতে যানবাহন চলাচল একেবারে কম। নগরীতে দূরপাল্লার প্রায় সব পরিবহন বন্ধ রয়েছে। নগরীর রাস্তায় রিক্সা ছাড়া অন্য কোন যানবাহনের তেমন দেখা মিলছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে হরতাল উপলক্ষে নগরীর বিভিন্ন স্পটে প্রায় দেড় হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশের একটি সূত্র।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বাংলামেইলকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। কেউ অপ্রীতিকর কিছু ঘটাতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।
উল্লেখ্য শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার বিচারের রায় ঘোষণার প্রতিবাদে এবং মানবতা বিরোধী অপাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াত ইসলামী দেশব্যাপী মঙ্গলবার এ হরতালের ডাক দেয়।