আজ || সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


যুদ্ধ জাহাজ তৈরি করবে বাংলাদেশ, করবে রপ্তানিও

 

বাংলাদেশের নৌ-বাহিনীর আধুনিকীকরণের জন্য ১৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ আর তা ৩/৪ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে৷ এই প্রকল্পের অধীনে এ বছরেই নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে পাঁচটি যুদ্ধ জাহাজ৷

নৌ-বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে নৌ-বাহিনীকে আরে আধুনিকীকরণের কথা জানিয়েছেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহিরুদ্দিন আহমেদ৷ এই মহড়া হয় বঙ্গোপসাগরে৷ জানা গেছে, এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা আছে৷ নৌ-বাহিনীতে নতুন ১৫টি যুদ্ধ জাহাজ এবং একটি সাবমেরিনও যুক্ত হবে৷ এছাড়া, এ বছর যুক্ত হচ্ছে আরো পাঁচটি নতুন যুদ্ধ জাহাজ৷ ইতিমধ্যেই দুটি মেরিটাইম হেলিকপ্টার কেনা হয়েছে বলেও জানা গেছে৷

নৌ-বাহিনীর প্রধান জানান, তাঁরা রপ্তানির জন্য বাংলাদেশেই যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা করছেন৷ আর সে জন্য প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নিচ্ছেন তাঁরা৷ অনুষ্ঠানের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানান, নৌ-বাহিনীকে আরো সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে৷

এদিকে, সরকার রাশিয়া থেকে সেনাবাহিনীর জন্য সাত ধরণের এবং বিমানবাহিনীর জন্য চার ধরণের সমরাস্ত্র কিনছে৷ আর এর জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকা বা ১০০ কোটি ডলার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহেই রাশিয়া সফরে গিয়ে এ বিষয়ে একটি চুক্তি সই করেছেন৷ জানা গেছে, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পর সরকার নৌ-বাহিনীকেও আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে৷ বিশেষ করে সমুদ্রসীমার নিরপত্তা এবং মৎস সম্পদ আহরণের ওপরই জোর দেয়া হচ্ছে বেশি৷ নৌ-বাহিনীর এবারের মহড়ায় অংশ নেয় নতুন দুটি মেরিটাইম হেলিকপ্টার এবং ৫৭টি বিভিন্ন ধরণের জাহাজ৷ উৎক্ষেপণ করা হয় সারফেস মিসাইলও৷

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!