বাংলাদেশের নৌ-বাহিনীর আধুনিকীকরণের জন্য ১৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ আর তা ৩/৪ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে৷ এই প্রকল্পের অধীনে এ বছরেই নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে পাঁচটি যুদ্ধ জাহাজ৷
নৌ-বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে নৌ-বাহিনীকে আরে আধুনিকীকরণের কথা জানিয়েছেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহিরুদ্দিন আহমেদ৷ এই মহড়া হয় বঙ্গোপসাগরে৷ জানা গেছে, এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা আছে৷ নৌ-বাহিনীতে নতুন ১৫টি যুদ্ধ জাহাজ এবং একটি সাবমেরিনও যুক্ত হবে৷ এছাড়া, এ বছর যুক্ত হচ্ছে আরো পাঁচটি নতুন যুদ্ধ জাহাজ৷ ইতিমধ্যেই দুটি মেরিটাইম হেলিকপ্টার কেনা হয়েছে বলেও জানা গেছে৷
নৌ-বাহিনীর প্রধান জানান, তাঁরা রপ্তানির জন্য বাংলাদেশেই যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা করছেন৷ আর সে জন্য প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নিচ্ছেন তাঁরা৷ অনুষ্ঠানের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানান, নৌ-বাহিনীকে আরো সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে৷
এদিকে, সরকার রাশিয়া থেকে সেনাবাহিনীর জন্য সাত ধরণের এবং বিমানবাহিনীর জন্য চার ধরণের সমরাস্ত্র কিনছে৷ আর এর জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকা বা ১০০ কোটি ডলার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহেই রাশিয়া সফরে গিয়ে এ বিষয়ে একটি চুক্তি সই করেছেন৷ জানা গেছে, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পর সরকার নৌ-বাহিনীকেও আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে৷ বিশেষ করে সমুদ্রসীমার নিরপত্তা এবং মৎস সম্পদ আহরণের ওপরই জোর দেয়া হচ্ছে বেশি৷ নৌ-বাহিনীর এবারের মহড়ায় অংশ নেয় নতুন দুটি মেরিটাইম হেলিকপ্টার এবং ৫৭টি বিভিন্ন ধরণের জাহাজ৷ উৎক্ষেপণ করা হয় সারফেস মিসাইলও৷