মঙ্গলবার সারাদেশে জামায়াত শিবিরের ডাকা হরতালের আগেরদিন রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক বাস যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
আগুনে পুড়ে মারা যাওয়া যাত্রীর পরিচয় জানা যায়নি।
সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালকে সামনে রেখে রাতে এ ঘটনা ঘটলো।
আগুন দেয়ার ঘটনাটি ঘটে আজমপুর ওভারব্রিজের দক্ষিণ পাশে আব্দুল্লাহপুর-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী ৩৪/ড যাত্রীবাহী বাসে। অগ্নিদগ্ধ হয়ে একজনের নিহত হওয়ার খবর বাংলাদেশটাইমস.নেট’কে নিশ্চিত করেছেন উত্তরা মডেল থানার অপারেটর মনির হোসেন।
তিনি জানান, দমকল বাহিনীর দু’টি ইউনিট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
[বাংলাদেশটাইমস.নেট/ রঞ্জিত সরকার/ঢাকা]