আজ || বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ইরাকে পুলিশ সন্ত্রাসী বন্দুক যুদ্ব নিহত ১৬

সোমবার রাতে ইরাকের কিরকুক শহরে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলাকারী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। খবর বিবিনি অনলাইনের।

পুলিশের পোশাক পরে বেশ কয়েকজন হামলাকারী ওই অফিসে ঢুকে পড়ে। এরপর তারা সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে তা তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রে তারা ব্যর্থ হয়। এ ঘটনার দায় কোন গ্রুপ স্বীকার করেনি।

অনলাইন বিবিসি আরও জানায়, কিরকুকে তেল ও ভূমির অধিকার নিয়ে দীর্ঘদিন বাগদাদ ও কুর্দিদের মধ্যে বিরোধ চলছে। এখানে জাতিগত সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে। এখন থেকে দু’সপ্তাহ আগে কুর্দির ডেমক্রেটিক পার্টির অফিসে আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে নিহত হন কমপক্ষে ১০ জন। গতকাল স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে পুলিশ সদর দপ্তরের ওই হামলা হয়।

প্রত্যক্ষদর্শী কোসরাত হাসান করিম বলেছেন, আমি ওই ভবনের মূল প্রবেশপথে একটি গাড়ি থামতে দেখি। তখন পুলিশ এটি চেক করতে থাকে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।

অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরেকজনকে গুলি করে পুলিশ। ফলে সেও নিহত হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!