পুলিশ জানায় তারা ঐ এলাকায় টহলদান কালে সন্দেহজনক গতিবিধির কারণে অভিযুক্ত তিন ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশী চালায়। তাদের কাছ থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করে টহল পুলিশ। এগুলো তারা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে জবানবন্দিতে জানায়।
এ খবর দিয়েছে অনলাইন অ্যারাব টাইমস। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারের পর তাদের সাজার মেয়াদ জানানো হবে। অভিযুক্ত ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।