আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


তামিম-কভেন্ট্রির ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

তামিম ইকবাল ও চার্লস কভেন্ট্রির  ব্যাটিং তাণ্ডবে ছয় বল বাকি থাকতে রংপুর রাইডার্সের বিপক্ষে সাত উইকেটের বড় জয় পেয়েছে দুরন্ত রাজশাহী। দুরন্ত রাজশাহীর এটি চতুর্থ জয়। এর আগে দুই ওপেনার জুনাইদ সিদ্দিক ও শামসুর রহমানের ব্যাটে ভর করে রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১৬৩ রান।
রংপুর রাইডার্স: ১৬৩/৩ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী: ১৬৮/৩ (১৯ ওভার)
ফল: দুরন্ত রাজশাহী সাত উইকেটে জয়ী।

রাইডার্স ওপেনারদের  ঝড়ো ব্যাটিয়ে পাল্টা জবাব বেশ ভালোভাবেই দেন তামিম-কভেন্ট্রির উদ্বোধনী জুটি। ৬৭ বলে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তারা। ৩৬ বলে চারটি চার ও দুই ছয়ে ৫০ রানে সাজঘরে ফেরেন তামিম। এ জুটি ভাঙেন তাপস ঘোষ। এরপর ৩৫ বলে সমান বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে ৪৭ রানে রান আউট হন কভেন্ট্রি।

পরে জহুরুল ইসলাম ও শিন আরভিন সহজেই জয় ছিনিয়ে আনেন। ১৮ বল খেলে দুই চার ও তিন ছয়ে ৩৮ রানে অপরাজিত জহুরুল। আরভিন ১৪ রানে অপরাজিত ছিলেন।

সোমবার  ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জুনাইদ ও শামসুর জুটি ৪১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ সূচনা আনেন। তবে ১৬ বলে পাঁচ চার ও এক ছয়ে ৩১ রানে মনির হোসেনের বলে ফরহাদ হোসেনের কাছে ক্যাচ তুলে দেন ওপেনার জুনাইদ। নাসির হোসেনকে নিয়ে শামসুর ৫৫ রানের আকেরটি দারুণ জুটি গড়েন। এক চার ও দুই ছয়ে ৩০ রানে সাজঘরে ফেরেন নাসির।

দলীয় ১৪৫ রানে কাপুগেদারার থ্রোতে রান আউট হওয়ার আগে বিপিএলে নিজের সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন শামসুর। এটি তার চতুর্থ অর্ধশতক। রাইডার্সের এ ওপেনারের ইনিংসে ছয়টি চার ও একটি ছয়ের মার রয়েছে।

ক্যামেরন বোরগাস ২২ ও ড্যাঞ্জা হায়াত ১০ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ সেরা পুরুষ্কার পান দুরন্ত রাজশাহীর তামিম ইকবাল।

 

[বাংলাদেশটাইমস.নেট/আমিমুল এহসান/ঢাকা] 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!