রাইডার্স ওপেনারদের ঝড়ো ব্যাটিয়ে পাল্টা জবাব বেশ ভালোভাবেই দেন তামিম-কভেন্ট্রির উদ্বোধনী জুটি। ৬৭ বলে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তারা। ৩৬ বলে চারটি চার ও দুই ছয়ে ৫০ রানে সাজঘরে ফেরেন তামিম। এ জুটি ভাঙেন তাপস ঘোষ। এরপর ৩৫ বলে সমান বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে ৪৭ রানে রান আউট হন কভেন্ট্রি।
পরে জহুরুল ইসলাম ও শিন আরভিন সহজেই জয় ছিনিয়ে আনেন। ১৮ বল খেলে দুই চার ও তিন ছয়ে ৩৮ রানে অপরাজিত জহুরুল। আরভিন ১৪ রানে অপরাজিত ছিলেন।
সোমবার ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জুনাইদ ও শামসুর জুটি ৪১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ সূচনা আনেন। তবে ১৬ বলে পাঁচ চার ও এক ছয়ে ৩১ রানে মনির হোসেনের বলে ফরহাদ হোসেনের কাছে ক্যাচ তুলে দেন ওপেনার জুনাইদ। নাসির হোসেনকে নিয়ে শামসুর ৫৫ রানের আকেরটি দারুণ জুটি গড়েন। এক চার ও দুই ছয়ে ৩০ রানে সাজঘরে ফেরেন নাসির।
দলীয় ১৪৫ রানে কাপুগেদারার থ্রোতে রান আউট হওয়ার আগে বিপিএলে নিজের সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন শামসুর। এটি তার চতুর্থ অর্ধশতক। রাইডার্সের এ ওপেনারের ইনিংসে ছয়টি চার ও একটি ছয়ের মার রয়েছে।
ক্যামেরন বোরগাস ২২ ও ড্যাঞ্জা হায়াত ১০ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ সেরা পুরুষ্কার পান দুরন্ত রাজশাহীর তামিম ইকবাল।
[বাংলাদেশটাইমস.নেট/আমিমুল এহসান/ঢাকা]