আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


জামায়াতকেই সামলাতে পারছে না সরকার: মওদুদ আহমেদ

moudud- newsmedia

 

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, জামায়াতকেই সামলাতে পারছে না সরকার, আমরা তো এখনো মাঠেই নামি নি। বিএনপি রাজপথে নামলে সরকার পালাবার পথ পাবে না।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত “আওয়ামী লীগের দুঃশাসনের ৪ বছর বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার” শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি এখনও সতর্কতার সাথে এগোচ্ছে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে মওদুদ আরো  বলেন, বিএনপি সতর্কতার সাথে এগোচ্ছে। তাই আমরা এখনো কোন কঠোর কর্মসূচি দিচ্ছি না। আপনারা তো জামায়াতকেই সামাল দিতে পারছেন না। যা পারেন না তা বলেন কেন? জামায়াতের মিছিলে কাউকে কি গুলি করতে পেরেছেন। সময় আসছে এমন আন্দোলন হবে যে আন্দোলনের গণজোয়ারে আপনাদের পতন ঘটবে।

এ সময় সরকারের একগুয়েমির কারণে ক্রমান্বয়ে বাংলাদেশ সংঘর্ষের দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বিশ্ব ব্যাংককে বিদায় দিয়ে সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার স্বপ্ন দেখছে। বিগত চার বছরে পদ্মা সেতু করতে পারে নি, আগামী আট মাসে এ সরকার সেতু নির্মাণ করবে জনগণ তা বিশ্বাস করে না।

সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার পরিকল্পনা অবাস্তব ও কল্পনা বিলাসী উল্লেখ করে মওদুদ বলেন, এ ধরনের প্রকল্পে ৭০-৭৫ শতাংশ বিদেশী অর্থের প্রয়োজন হয়। এ প্রকল্প বাস্তবায়ন করতে যে সকল হেভী মেশিনস, টেকনোলজী, যানবাহন প্রয়োজন তা দেশীয় টাকায় কখনো সম্ভব নয়। আর সরকার সেতুর ডিজাইন চেঞ্জ করতে চাইছে কিন্তু তা পরিবর্তন করতেও প্রায় দু বছর সময় লাগবে।

আসলে এ প্রকল্পের কথা বলে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে সরকারের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, নিজেদের ব্যর্থতা ঢেকে রাখতে দয়া করে আর মানুষকে বিভ্রান্ত করবেন না। দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দিয়ে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনুন তাহলেই পদ্মা সেতু সম্ভব।

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, রাজিয়া হালিম, বিএনপি নেতা ড. অশোক গুপ্ত, হুমায়ুন কবির বেপারীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!