জামায়াতের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলেজানিয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে এদিন কুরআন মজিদ ও তাজবীদ এবংকারিগরি বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজবীদ (২) সৃজনশীল পরীক্ষা হওয়ার কথাছিল।