মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দলের নেতা আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিন মঙ্গলবার দেশব্যাপী হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশে গঠিত ট্রাইব্যুনাল সরকার নির্দেশিত ছকে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় প্রদান করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হলো।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, বিতর্কিত ট্রাইব্যুনালের রায়ে যদি সরকারের নীলনকশার শাস্তির বিধানের কোনো প্রতিফলন ঘটে, তাহলে মঙ্গলবারের হরতাল বর্ধিত হয়ে পরদিন ৬ ফেব্রুয়ারি থেকে লাগাতার হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩