প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিতে ধর্মের যোগ বা ধর্মভিত্তিক রাজনীতি এরই মধ্যে রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। আজ বুধবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল চারটায় সংসদের ১৫তম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়। এরপর সদ্য প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং সংসদের দিনের কার্যসূচি স্থগিত করা হয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্বে ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক অবাঞ্ছিত ও অশুভ মত-পথের সংযোজন হতে থাকে। এতে ধর্মীয় রাজনৈতিক উন্মাদনার মধ্যে নিহিত থাকা সাম্প্রদায়িক বীজ মাথাচাড়া দিয়েছে। রাজনীতিতে ধর্মের এই যোগ ইতিমধ্যেই সমস্যায় পরিণত হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্যাপকভাবে প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থ্রি-জি লাইসেন্স নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ১৪ অক্টোবর টেলিটকের থ্রি-জি প্রযুক্তির পরীক্ষামূলক বাণিজ্যিক ব্যবহার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি মোবাইল অপারেটরদের মধ্যে থ্রি-জি/ ফোর-জি/ লং টার্ম ইভোল্যুশন লাইসেন্স দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন অপারেটরদের সঙ্গে আলোচনা করে লাইসেন্সিং গাইডলাইন তৈরির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী বছরের প্রথমার্ধে বেসরকারি অপারেটরদের থ্রি-জি লাইসেন্স দেওয়া হবে। মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের শিল্প উন্নয়ন ও বিকাশে শিল্প আইন এবং জাহাজ নির্মাণশিল্প নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ ছাড়া খসড়া ট্রেড মার্কস রুলস-২০১২, খসড়া পেটেন্ট আইন-২০১২, খসড়া ডিজাইন আইন-২০১২ ও খসড়া জিওগ্রাফিকাল ইন্ডিকেশনস (জিআই) অ্যাক্ট-২০১২ প্রণয়নের কাজ চলছে। শহিদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংযোগ নিরবচ্ছিন্ন রাখার জন্য ২০১৪ সালের শেষ নাগাদ দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের কাজ শেষ করা হবে।[ প্রথম আলো]