সিরিয়া পাল্টা হামলা চালালে ইসরাইল কোমায় চলে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি।
গত বুধবার সিরিয়ার একটি সামরিক গবেষণা কেন্দ্রে ইসরাইলি বিমান হামলা প্রসঙ্গে মাসুদ জাযায়েরি এ মন্তব্য করেন।
ইসরাইল এখন পতনের কিনারায় রয়েছে বলেও মন্তব্য করেছেন ওই ইরানি জেনারেল।
সিরিয়ায় ইসরাইলের হামলার পর ইসলামি সংগঠনগুলো পাল্টা হামলা চালানোর জন্য তেল আবিবের দিকে নজর রাখছে উল্লেখ করে জাযায়েরি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিশ্চিত হয়ে গেছে যে, সিরিয়ার জনগণকে তাদের আত্ম-নিয়ন্ত্রণের অধিকারের পথ থেকে সরানো যাবে না।