বাংলাদেশটাইমস প্রতিনিধি
রোববার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানাতে আগুন লাগে।এ সময় পুড়ে যায় তুলা ও মেশিনারিজ।
কমপক্ষে ৩ ঘণ্টা চেষ্টার পর সোমবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় দমকল বাহিনীর কর্মকর্তারা।
তবে এ সময় কারখানাতে শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানাটির সুতা তৈরির সেকশনে রাত ২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানায়, ডেমরা ফায়ার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ারদার।
ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি বলে জানান, সিনহা ওপেক্স গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা কর্ণেল (অব.) দেলোয়ার হোসেন।