আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

 

ঢাকাসহ সারা দেশে সমাবেশের অনুমতি মিললেও সোমবার সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত।

রোববার রাত পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সমাবেশের অনুমতি দেয়নি বলে জানান মহানগর জামায়াত নেতারা।

বগুড়ায় হরতাল চলাকালে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী নিহতের প্রতিবাদ  এবং দোষীদের গ্রেপ্তার দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া, মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকাল তিনটায় নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ আহ্বান করে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।

অনুমতি না দিলেও সিলেটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সে সমাবেশে বাধা দিলে হরতালসহ কঠোর কর্মসূচি আহ্বান করতে পারে বলে জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতারা।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম জানান, তারা শেষ মুহূর্ত পর্যন্ত অনুমতির অপেক্ষায় রয়েছেন। সমাবেশ সফল করতে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রশাসন কোর্ট পয়েন্টে সমাবেশের অনুমতি দেবে বলে তারা আশা করছেন।

কর্মসূচী পালন করবেন জানিয়ে তিনি বলেন, সমাবেশে বাধা দিলে হরতালসহ কঠোর কর্মসূচী আহ্বান করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় জামায়াতকে কোর্ট পয়েন্টে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!