ঢাকাসহ সারা দেশে সমাবেশের অনুমতি মিললেও সোমবার সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত।
রোববার রাত পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সমাবেশের অনুমতি দেয়নি বলে জানান মহানগর জামায়াত নেতারা।
বগুড়ায় হরতাল চলাকালে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী নিহতের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া, মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকাল তিনটায় নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ আহ্বান করে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
অনুমতি না দিলেও সিলেটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সে সমাবেশে বাধা দিলে হরতালসহ কঠোর কর্মসূচি আহ্বান করতে পারে বলে জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতারা।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম জানান, তারা শেষ মুহূর্ত পর্যন্ত অনুমতির অপেক্ষায় রয়েছেন। সমাবেশ সফল করতে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রশাসন কোর্ট পয়েন্টে সমাবেশের অনুমতি দেবে বলে তারা আশা করছেন।
কর্মসূচী পালন করবেন জানিয়ে তিনি বলেন, সমাবেশে বাধা দিলে হরতালসহ কঠোর কর্মসূচী আহ্বান করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় জামায়াতকে কোর্ট পয়েন্টে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।