সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলাগুলো শুরু হবে আগের সময়ের চেয়ে এক ঘণ্টা পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম এ তথ্য জানান।
এর কারণ ব্যাখ্যায় বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেন, “দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে খেলা এক ঘণ্টা পেছানো হয়েছে।”
সূচি অনুযায়ী সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ দুপুর আড়াইটা ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল।
নতুন সূচিতে দিনের প্রথম ম্যাচ বেলা সাড়ে ৩টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।