ডিএমপি কমিশনার দাবি করেন, ওইদিন তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি।গণমাধ্যমকর্মীদের কাছে এ ধরনের কোনো ডকুমেন্ট থাকলে তা উপস্থাপনের কথাওবলেন তিনি।এ ধরনের বক্তব্যের প্রতিবাদ কেন করেননি-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবেডিএমপি কমিশনার বলেন, “এ ব্যাপারে আমার প্রতিবাদ করার কিছু নেই। যারা এটাপ্রচার করেছে তাদেরই দায়িত্ব তা প্রমাণ করা।”
বিকৃত সংবাদ পরিবেশনকে নৈতিকতা পরিপন্থী মন্তব্য করে এ থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান বেনজির আহমেদ।