গোলাম আযম, নিজামী, মুজাহিদরা বিএনপির মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ’পাকিস্তানীদের ভাষায় রাজাকাররা আসল মুক্তিযোদ্ধা, সে হিসেবে নিজামী-মুজাহিদরা বিএনপির মুক্তিযোদ্ধা। তারা এদেশের স্বাধীনতা চায়নি।’
বিএনপির প্রত্যক্ষ মদদে জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত এক হয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল ডেকে গাড়ি ভাংচূড় ও আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে।
বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে ‘বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ দেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে দিতে পারি না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রতিহিংসা নয় কালিমা মুক্ত করতে বিচার কাজ শুরু করেছি। এক জনের রায় হওয়ায় সমগ্র বিশ্ব অভিনন্দন জানিয়েছে। কিন্তু খালেদা জিয়া কালিমা মোছাতে শামিল হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধী ও একাত্তরের ঘাতকদের বিচার যতই এগিয়ে আসছে জামায়াত-শিবির ততই মরিয়া হয়ে উঠেছে। তারা আরো হিংস্র হয়ে উঠবে। জামায়াত-শিবির হিংস্র বাঘের মত থাবা দেওয়ার চেষ্টা করবে।’
তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ অতীত ঐতিহ্য নিয়ে গর্জে উঠলে জামায়াত-শিবির ধ্বংস হয়ে যাবে। যেখানেই জামায়াত-শিবির সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
ছাত্রলীগ মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, উত্তরের সভাপতি এস.এম রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা প্রমুখ।