দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী আহমেদ এসব কথা বলেন।
তিনি দাবি করছেন, সরকার বিরোধী দলের আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি এখন ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন গুলোকে সন্ত্রাসী কায়দায় ব্যবহার করছে।
রিজভী আহমেদ বলেন, বিএনপি গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা কর্মসূচির মধ্যে আছি। এসএসসি পরীক্ষা বিবেচনায় রেখে ফেব্রুয়ারিতে গণসংযোগ কর্মসূচি দিতে যাচ্ছি। প্রয়োজনে হরতালসহ যে কোনো কর্মসূচি দেয়া হবে এবং সময়মত তা ঘোষণা করা হবে।
জামায়াতের হরতালের সমর্থনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। তিনি বলেন, সরকার অগণতান্ত্রিক ভাবে রাজনৈতিক দলের কর্মসূচিতে যে বাধা দিচ্ছে বিএনপি তার প্রতিবাদ জানায়।
এ সময় জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩